Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Megher Nouka Lyrics | মেঘের নৌকা | Prohelika | Imran | Konal Lyrics - Imran Mahmudul, Konal

Collection Imran Mahmudul, Konal

Megher Nouka Lyrics | মেঘের নৌকা | Prohelika | Imran | Konal Lyrics

 LyricsForest   734


Megher Nouka Lyrics | মেঘের নৌকা | Prohelika | Imran | Konal lyrics (Primary language)

মেঘের নৌকা তুমি,

তোমায় ভাসাবো আকাশে।

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাব বাতাসে।

 

মেঘের নৌকা তুমি,

তোমায় ভাসাবো আকাশে।

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাব বাতাসে।

 

অরণ্যের পাখি তুমি,

তোমায় জুরাব ছায়াতে।

হিমালয় শিখর তুমি, আমার

আনন্দ তোমায় ছুয়াতে।

 

মেঘের নৌকা তুমি,

তোমায় ভাসাবো আকাশে।

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাব বাতাসে।

 

যতখন তুমি আমি,

ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি,

আমি হই রোদে মেঘে

ভেসে যাওয়া, ডানা মেলা পাখি।(২)

 

মনে হয় তোমায় নিয়ে,

জলে ধ অনুভবে রং ধ আকি।

 

মেঘের নৌকা তুমি,

তোমায় ভাসাবো আকাশে।

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাব বাতাসে।

দূর পথে তুমি আমি,

পায়ে পায়ে হাত ধরে চলে।

ভালো লাগা অনুভবে,

না বলা কথাগুলো বলে।(২)

 

মন চায় আকাশ হতে,

কিছু নিল নিয়ে এসে সাজাই আঁচলে।

 

মেঘের নৌকা তুমি,

তোমায় ভাসাবো আকাশে।

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাব বাতাসে।

 

অরণ্যের পাখি তুমি,

তোমায় জুরাব ছায়াতে।

হিমালয় শিখর তুমি, আমার

আনন্দ তোমায় ছুয়াতে।

 

মেঘের নৌকা তুমি,

তোমায় ভাসাবো আকাশে।

সাগরের শঙ্খ তুমি,

তোমায় বাজাব বাতাসে।

 

ওওওও…

তোমায় বাজাব বাতাসে(২)

Megher Nouka Lyrics | মেঘের নৌকা | Prohelika | Imran | Konal lyrics in English